নিউইয়র্কে সনাতনী এমটিএ কর্মীদের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে কর্মরত সনাতনী MTA (Metropolitan Transportation Authority) কর্মীরা আনন্দঘন পরিবেশে উদযাপন করেছেন বাংলা নববর্ষ ১৪৩২। গত ১৬ এপ্রিল ২০২৫, কুইন্সের সান্তুর ইন্ডিয়ান রেস্টুরেন্টে (Santoor Indian Restaurant) আয়োজিত হয় এই বৈশাখী অনুষ্ঠান।
সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে সজ্জিত এই আয়োজনে কর্মরত এমটিএ কর্মীরা একত্রিত হয়ে নববর্ষের আনন্দ ভাগাভাগি করেন। অনুষ্ঠানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন বিধান পাল।
অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা জানানো হয় Superintendent Ashim Saha কে। বিদায়ী অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিখিল বনিক। এক প্রাণবন্ত আবহে বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের মাঝেও বাংলা নববর্ষের আনন্দ সবাইকে একত্রিত করেছে। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যকে বুকে ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার করেন সকলে।